খালেদা প্যারোল প্রয়োজন কি না, তাও দেখা হবে: তথ্যমন্ত্রী

খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলেও তা তার প্রয়োজন কি না, তা খতিয়ে দেখে তবেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 04:26 PM
Updated : 16 Feb 2020, 04:26 PM

তবে বিএনপি চেয়ারপারসন এখনও প্যারোল চেয়ে আনুষ্ঠানিক কোনো আবেদন করেননি বলে জানান তিনি।

রোববার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুচ্ছাফা তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।

প্রয়াত নুরুচ্ছাফা চৌধুরী তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বাবা।

হাছান মাহমুদ বলেন, “তারা মুক্তির কথাটা বলেছেন টেলিভিশনের সামনে ও গণমাধ্যমে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি পরিবারের পক্ষ থেকে প্যারোলে হলেও তার মুক্তি চায়।

“প্যারোলে মুক্তির জন্য আবেদন করলেই যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, বিষয়টি সেরকম নয়। তার প্যারোলে মুক্তি আদৌ প্রয়োজন আছে কি না, সেটাও দেখতে হবে।”

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব হাছান মাহমুদ।

নুরুচ্ছাফা তালুকদারের স্মরণসভা উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুল হক, আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ, আয়ুব খাঁন, অশোক কুমার দাশ, মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী, জেলা পিপি নাজমুল আহসান খাঁন।

সভায় পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াতের স্ত্রী অ্যাডভোকেট কামরুননাহার বেগম।