পচা-বাসী খাবারের জন্য চট্টগ্রামের ২ রেস্তোরাঁকে জরিমানা

খাবারে ভেজাল এবং পচা ও বাসী খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম শহরের দুই রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2020, 02:50 PM
Updated : 15 Feb 2020, 02:50 PM

শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর চৌমুহনী ও আগ্রাবাদ বাদামতলী এলাকার দুটি রেস্তোরাঁকে এ জরিমানা করেন।

তিনি জানান, চৌমুহনী এলাকায় অবস্থিত বীর বাঙালি রেস্তোরাঁ ও বিরাণী হাউজে পচা-বাসী খাবার রাখা এবং ভেজাল খাবার তৈরি ও রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে বাদামতলী এলাকার আয়োজন রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাসী ও রং মিশ্রিত খাবার রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।