চবিতে ছিনতাইকারীর পাল্লায় ১৬ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন ১৬ শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 12:55 PM
Updated : 10 Feb 2020, 12:55 PM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদসংলগ্ন টেলিটক পাহাড়ে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন তারা।

ছিনতাইকারীরা শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও ৫০০০ টাকা ছিনিয়ে নিয়েছে।

ছিনতাইয়ের শিকার এসব শিক্ষার্থী জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রথম বর্ষের শিক্ষার্থী তাফহিমুল নিহাল বলেন, “আমাদের ব্যাচের ১৬ জন বন্ধু টেলিটক হিলে ঘুরতে যাওয়ার পর পাঁচজন ছিনতাইকারী অতর্কিতে আক্রমণ করে।

“এসময় তারা আমাদের কাছ থেকে ১৪টি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারী মুখোশ পরা ছিল, সবার হাতে রামদা ছিল। এ বিষয়ে আমরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

অভিযোগ পাওয়ার কথা ম্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পুলিশ প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।”