চট্টগ্রামে রাবার কারখানায় ৩ শ্রমিক অগ্নিদগ্ধ

চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় রাবার পণ্য তৈরির একটি কারখানায় আগুনে পুড়েছে তিন শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 11:27 AM
Updated : 10 Feb 2020, 11:27 AM

সোমবার সকালে কমার্স কলেজ রোডের কাটা বটগাছ এলাকায় আর ডি রাবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আহতরা হলেন- শাহাদাৎ ভূঁইয়া (৫৫), মো. মিজানুর রহমান (৩৮) গোলাম মাওলা (৫০)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ার্কশপটিতে গ্যাস সিলিন্ডার থেকে প্লাস্টিকের পাইপ টেনে ডাইসের মাধ্যমে রাবারের পণ্য তৈরি হতো।

“পরিদর্শনে দেখা গেছে, ওয়ার্কশপের পাইপ লাইনগুলো দীর্ঘদিন ব্যবহারের কারণে কিছু কিছু স্থানে ফুটো হয়েছে। ধারণা করা হচ্ছে, ফুটো দিয়ে গ্যাস নিঃসরণের কারণে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছে।”

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানিয়েছেন।

এদের মধ্যে শাহাদাতের শরীরের ৪১ শতাংশ, মিজানের ২১ ও গোলাম মাওলার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে।