চট্টগ্রামে চার বিমানযাত্রীর কাছে ৯ সোনার বার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা চার বিমানযাত্রীর কাছ থেকে নয়টি সোনার বার ‍উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2020, 09:51 AM
Updated : 6 Feb 2020, 09:51 AM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর তল্লাশি চালিয়ে সোনার বার পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুই যাত্রীর কাছ থেকে তিনটি করে মোট ছয়টি, এক যাত্রীর কাছ থেকে দুটি এবং অন্য এক যাত্রীর কাছ থেকে একটি সোনার বার পাওয়া গেছে।

নয়টি সোনার বারের মোট ওজন এক কেজি এবং বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে জানান তিনি।

কাস্টমস কর্মকর্তা রিয়াদুল বলেন, চারজনের মধ্যে একজন নিয়মিত দুবাই যাতায়াত করেন। বাকি তিনজনও তার সঙ্গী কিনা তা খতিয়ে দেখা যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

গ্রেপ্তার চার জনের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।