চবির ৩ ঘটনা তদন্তে দুটি কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৃথক তিনটি ঘটনা তদন্তে দুই কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 07:21 PM
Updated : 28 Jan 2020, 07:21 PM

মঙ্গলবার এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান।

গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আবাসিক হলের একটি কক্ষে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে সহকারী প্রক্টর মুহাম্মাদ ইয়াকুবকে প্রধান করে সহকারী প্রক্টর মরিয়ম লিজা ও প্রীতিলতা হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. শ্রীকান্ত চৌধুরীকে সদস্য করা হয়েছে।

ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির দুই ঘটনা তদন্তে চার সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

সহকারী প্রক্টর আহসানুল কবীর, মোহাম্মদ ইয়াকুব, জিয়াউল ইসলাম ও রিফাত রহমানকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যদের দ্রুত সময়ের মধ্যে প্রক্টর বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে প্রক্টর জানান।

পূর্ব ঘটনার জেরে গেল সোমবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়িতে আরএসের দুই কর্মী মারধর করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারীরা। 

এ ঘটনায় দোষীদের বিচার ও ঘটনার দায়ভার গ্রহণ করে সাধারণ সম্পাদক টিপুর পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় আরএস গ্রুপ।

এর আগে ২২ জানুয়ারি ছাত্রলীগ সভাপতি অনুসারী সিএফসি ও মোহাম্মাদ ইলিয়াসের অনুসারী বিজয় গ্রুপের পাল্টাপাল্টি হামলার জের ধরে উভয় গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের পদত্যাগ দাবি করে করে লাগাতার অবরোধের ডাক দেয় বিজয় গ্রুপ।