চবির ওয়েবসাইট হ্যাকড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওয়েবসাইট হ্যাকড হওয়ার খবর দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 01:33 PM
Updated : 25 Jan 2020, 01:46 PM

শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ওয়েবসাইটটি (http://cu.ac.bd/) হ্যাকড হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর হানিফ সিদ্দিকী

সে সময় ওয়েবসাইটে ঢুকে দেখা  কালো ব্যাকগ্রাউন্ডের উপর ‘হ্যাকড বাই টিম আইসিআরইডাব্লিউ’ এবং তার নিচে ইংরেজিতে লেখা কিছু বার্তা দেখা গেছে।

পরে আধাঘণ্টার চেষ্টায় ওয়েবসাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইসিটি সেল।

হানিফ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যাকাররা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটি হ্যাকড করলে ৩.৫৪ মিনিটে আমাদের দৃষ্টিগোচর হয়।

“বিকাল চারটার সময়ই ওয়েবসাইটি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি স্বাভাবিক আছে।”