রাজ-পরীর একটি ছানা বাঁচল না

চট্টগ্রাম চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার দম্পতি রাজ-পরীর নতুন শাবকদের মধ্যে একটি মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2020, 02:09 PM
Updated : 23 Jan 2020, 02:09 PM

৩০ ডিসেম্বর এক জোড়া বাঘিনীর জন্মের পর ১ জানুয়ারি এদের মধ্যে একটি শাবক মারা যায়। তবে এ বিষয়ে চিড়িয়াখানার সংশ্লিষ্টরা আগে কিছু জানায়নি।

মৃত্যুর কারণের বিষয়ে কর্তৃপক্ষ বলছে, ছানাটি জন্মের সময়ই খুব দুর্বল ছিল। তাই দুধ খেতে না পেয়ে মারা গেছে।

এই জোড়ার অন্য ছানাটি সুস্থ আছে।

একটি শাবকের মৃত্যু হওয়ায় এ চট্টগ্রাম চিড়িয়াখানায় বেঙ্গল টাইগারের সংখ্যা দাঁড়াল পাঁচে।

এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৮ সালের অক্টোবরের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আনা ছয়টি জেব্রার মধ্যে দুটি মারা গেলেও সে খবর জানা গিয়েছিল এক মাস পরে।

এবার বাঘ শাবকের মৃত্যুর খবর জানা গেল প্রায় তিন সপ্তাহ পর।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি বাচ্চার মধ্যে একটি জন্মের সময়ই খুব দুর্বল ছিল। এজন্য সেটি দুধ খেতে পায়নি। তাই মারা গেছে। অন্য বাচ্চাটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছে।”

ছানাটিকে তিন মাস নিবিড় পরিচর্যায় রাখার পর প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

২০১৬ সালের ৯ ডিসেম্বর ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

এরপর ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরীর ঘরে তিনটি বাঘ শাবক জন্ম নেয়, যার মধ্যে মধ্যে দুটি ছিল সাদা। একদিন পরে একটি সাদা শাবক মারা যায়।  জীবিত শাবকদের মধ্যে একটি ছিল ‘এলবিনো’।

এলবিনো শাবকটি বাঘিনী। এটির নাম দেয়া হয় ‘শুভ্রা’। তার সাথে জন্ম নেওয়া বাদামি ডোরাকাটা অন্য বাঘিনীটির নাম ‘জয়া’।