সহপাঠিকে মারধরের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাসা ছেড়ে দেওয়ার পর জামানতের টাকা ফেরত চাইতে যাওয়ায় বাড়ির মালিকের হাতে এক সহপাঠির মারধরের শিকার হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 03:56 PM
Updated : 21 Jan 2020, 03:56 PM

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকালে তারা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে মৌন মিছিল করে প্রক্টর কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেন তারা।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শারীরিক নির্যাতনকারী বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ পাঁচ দফা দাবি জানায়।

তাদের দাবিগুলো হচ্ছে- বাড়ির মালিক নুরুল ইসলামকে আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা, তার ব্যক্তির বাসা নিরিবিলি হাউজ হতে সরিয়ে দেওয়া, সব ছাত্রীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বাড়ি ভাড়া ও নিরাপত্তাজনিত অন্যান্য সমস্যা এড়াতে নীতিমালা প্রণয়ণ করা, আশেপাশের বাড়ির মালিকদের ডাটাবেইজ প্রক্টর অফিসে সংরক্ষণ করা।

এ বিষয়ে জানতে চাইল প্রক্টর এস এম মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা পাঁচ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এ বিষয়গুলো আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।”