টাগ বোটে গ্যাসের বিস্ফোরণে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী নদীতে টাগ বোটের (সাহায্য ও উদ্ধারকারী জাহাজ) ইঞ্জিন রুমে কাজ করার সময় গ্যাস বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 01:39 PM
Updated : 17 Feb 2020, 09:26 AM

মঙ্গলবার বিকালে সদরঘাট থানার স্ট্যান্ড রোডের গ্যাস রেলি ঘাট ও আসাম বেঙ্গল ঘাটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহতরা হলেন- মো. মোজাম্মেল (২২), হায়দার আলী (৩০) ও মো. এরশাদ (২৪)।

সদরঘাট থানার এসআই শহিদের রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে নদীতে লাবনী পাওয়ার-৩ নামে একটি টাগ বোটের ইঞ্জিন রুমে ঝালাইয়ের কাজ করছিল শ্রমিকরা।

ফাইল ছবি

“সিলিন্ডার থেকে টেনে নেওয়া পাইপ লাইনে ছিদ্র হয়ে ইঞ্জিন রুমে নিঃসৃত গ্যাস বিস্ফোরণে শ্রমিকরা আহত হয়।”

নদীর পাড়ে রাখা সিলিন্ডার থেকে রাবারের পাইপ টেনে টাগ বোটের ইঞ্জিন রুমে গ্যাসের লাইন নেওয়া হয়েছিল বলে জানান তিনি।  

দুপুরে কাজের বিরতিতে খেয়ে এসে শ্রমিকরা ঝালাইয়ের কাজ করার জন্য ম্যাচ জ্বালানোর চেষ্টা করলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত তিন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

আহতদের মধ্যে মোজাম্মেলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।