বাস চালককে ‘মারধর’, চট্টগ্রামে সড়ক অবরোধ

এক বাস চালককে ‘মারধরের’ প্রতিবাদে চট্টগ্রামের নয়াবাজারে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে পরিবহন শ্রমিকরা। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 06:14 PM
Updated : 19 Jan 2020, 06:15 PM

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীগামী জোনাকী পরিবহনের একটি বাসকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে এগিয়ে যায়। বাসটি কিছুটা দূরে গিয়ে থামার পর চালকের সঙ্গে কর্তব্যরত সার্জেন্টের বিতণ্ডা হয়।

"এর জের ধরে চালককে মারধরের অভিযোগ এনে পরিবহন শ্রমিকরা নয়াবাজার বিশ্বরোডে অবরোধ করে।"

প্রায় আড়াই ঘণ্টা পর ওই সার্জেন্টকে প্রত্যাহার করা হলে শ্রমিকরা রাত সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নিয়ে রাস্তা খুলে দেয়।

নগর পুলিশের  উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহমেদ বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে দায়িত্বরত সার্জেন্ট শুভকে প্রত্যাহার করা হয়েছে।”