সাগরে লাইটার জাহাজে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি পণ্যবাহী ছোট জাহাজের হেজের (যেখানে পণ্য রাখা হয়) ভেতরে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2020, 02:51 PM
Updated : 17 Jan 2020, 02:59 PM

শুক্রবার দুপুরে চট্টগ্রামের কাট্টলীর রানি রাসমনি ঘাট থেকে ১০ কিলোমিটার পশ্চিমে গভীর সাগরে এমভি আল শার্কি নামের ওই লাইটারেজে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. মনু মিয়ার বয়স ৭০; বাড়ি ফরিদপুরের চর দৌলতপুরে।

পতেঙ্গা থানার এসআই সুবীর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেসার্স সারাহ জাকিয়া শিপিং লাইন্সের মালিকানাধীন লাইটারেজটি বহিনোঙ্গরে গিয়েছিল মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে সার খালাস করতে।

জাহাজের হেজের ঢাকনা খোলার সময়ে ভেতরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান মনু মিয়া। পরে তাকে চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।