৯৯৯-এ ফোন পেয়ে ছিনতাই ঠেকাল পুলিশ

জরুরি সহায়তার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোরয়টার্স
Published : 12 Jan 2020, 12:06 PM
Updated : 12 Jan 2020, 12:06 PM

নগরীর কোতোয়ালী থানার ব্রিজঘাটের সাম্পান ঘাটা থেকে শনিবার রাতে বোরহান উদ্দিন রব্বানী ওরফে রবিন (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিনের বাড়ি কক্সবাজার সদর উপজেলায় হলেও থাকেন ফিরিঙ্গী বাজার হাজী কলোনিতে।   

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মো. মঞ্জুর নামের এক ব্যক্তি শনিবার রাতে নদী পার হওয়ার জন্য সাম্পান ঘাটে গেলে রবিন গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে ভয়ভীতি দেখাতে থাকে।

“তার পকেটে অবৈধ জিনিস আছে বলে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় মঞ্জু চিৎকার শুরু করে। এসময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে কোতোয়ালী থানার টহল দল দ্রুত গিয়ে রবিনকে গ্রেপ্তার করে।”

পরে মঞ্জুরের করা মামলায় রবিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।