বেতছড়িতে শীতার্তদের ৩০০ কম্বল বিতরণ পুলিশের

রাঙামাটির দুর্গম এলাকা নানিয়ারচর বেতছড়ি এলাকায় শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2020, 06:11 PM
Updated : 6 Jan 2020, 06:11 PM

সোমবার দুর্গম পাহাড়ি অঞ্চল নানিয়ারচর উপজেলার বেতছড়িতে ২০০ পরিবারকে প্রায় সাড়ে ৩০০ কম্বল বিতরণ করা হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বেতছড়ি এলাকাটি দুর্গম পাহাড়ি অঞ্চল। সেখানে  শীতার্ত ২০০ পরিবারকে পিবিআই প্রধানের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়েছে।”

পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “প্রতিবছর আমাদের পক্ষ থেকে আমরা অসহায় শীতার্ত মানুষদের জন্য কিছু করার চেষ্টা করি। তার অংশ হিসেবে এ বছর আমরা দিনাজপুর ও রাঙামাটিতে কম্বল বিতরণ করেছি।”

তিনি বলেন, “কিছুদিন আগে দিনাজপুর থেকে শীতে তাদের অসহায়ত্বের কথা জানাতে আমাকে ফোন করেছিল। সেটি শুনে দিনাজপুর পিবিআইর মাধ্যমে সেখানে আমরা ২৩৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। সে হিসেবে চট্টগ্রাম পিবিআইর মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে।“

ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন,  “তালিকা করে বিতরণ করা হলে অনেকেই বঞ্চিত হয়। তাই তালিকা না করে আমরা প্রত্যন্ত এলাকায় গিয়ে গরীব অসহায় মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করেছি।”

গত বছর সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে পিবিআইর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।