চট্টগ্রামে জাহাজে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে একটি জাহাজে মেরামত কাজ চলার সময় আগুন লেগেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2020, 07:10 AM
Updated : 6 Jan 2020, 12:39 PM

সোমবার সকাল ১০টার দিকে যাত্রী পরিবহনকারী এলসিটি কাজল নামের জাহাজটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে এলসিটি কাজল নামে একটি জাহাজ মেরামত করার সময় লাগা আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৎস্য উন্নয়ন করপোরেশনের জেটিতে জাহাজটির মেরামত চলছিল। এসময় আগুন লাগে।

“ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের নয়টি গাড়ি গিয়ে বেলা পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।”

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে এলসিটি কাজল নামে একটি জাহাজ মেরামত করার সময় লাগা আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ভয়েজ অ্যান্ড ক্রুজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ থেকে জাহাজটি ভাড়া নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন পথে যাত্রী পরিবহন করে।