সাত হাজার ইয়াবাসহ লরি চালক গ্রেপ্তার

কক্সবাজার থেকে আসা একটি লরিতে তল্লাশি চালিয়ে সাত হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2020, 02:26 PM
Updated : 5 Jan 2020, 02:54 PM

রোববার ভোরে নগরীর ডবলমুরিং থানার ডিটি রোডের ওয়াপদা ঈদগাঁ এলাকা থেকে লরিটি আটক করা হয়।

গ্রেপ্তার লরি চালক রাশেদুল ইসলামের (২৩) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমুরখালী এলাকায়।

নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লরিটি আটক করা হয়। পরে তল্লাশি করে সাত হাজার ইয়াবা উদ্ধার এবং চালককে গ্রেপ্তার করা হয়।

অভিযানে থাকা গোয়েন্দা পুলিশের এএসআই সন্তু শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনদিন আগে লরিটি মালামাল নিয়ে কক্সবাজার গিয়েছিল।

“সেখান থেকে ফেরার পথে লরির মালিক মহিউদ্দিন ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে আসার জন্য দিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল জানিয়েছে।”

চালকের আসনের নিচে ইয়াবাগুলো রাখা ছিল বলে জানান এএসআই সন্তু।

গোয়েন্দা পুলিশের দাবি, লরি চালক রাশেদুল ও মালিক মহিউদ্দিন পেশাদার মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময়ে তারা একইভাবে কক্সবাজার থেকে ইয়াবা চট্টগ্রামে নিয়ে আসে। রোববার আনা ইয়াবাগুলো চট্টগ্রামে এক ব্যক্তিকে দেয়ার কথা ছিল। 

এই ঘটনায় গ্রেপ্তার রাশেদুল, লরির মালিক মহিউদ্দিনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।