বোয়ালখালীতে ফের হাতির পায়ে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির পায়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 07:38 AM
Updated : 16 Dec 2019, 07:38 AM

সোমবার সকালে উপজেলার শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা  গ্রামের সূর্যব্রত বিলে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক মাসে হাতির আক্রমণে চারজনের মৃত্যু হল এই উপজেলায়।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত)  হেলাল উদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপন দাশ নামের ৪২ বছর বয়সী ওই কৃষক বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করার সময় বন্য হাতির হামলার শিকার হন। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিদর্শক হেলাল জানান, পাশের পাহাড় থেকে তিনটি হাতি লোকালয়ে নেমে এসেছিল। সেগুলো ভোরে পাহাড়ে ফিরে যাওয়ার সময় রূপনের ওপর চড়াও হয়।

রূপনের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

এর আগে গত ২৩ ডিসেম্বর পাহাড় থেকে নেমে আসা হাতির পাল পরদিন ভোরে পাহাড়ে ফিরে যাওয়ার পথে স্থানীয়দের উপর হামলা করলে চরণদ্বীপ, শ্রীপুর ও কধুরখীল ইউনিয়নে তিন ব্যক্তির প্রাণ যায়। গত ২৫ ডিসেম্বরও আমুচিয়া ইউনিয়নে এক ব্যক্তি হাতির আক্রমণে মারা যায়।

স্থানীয়রা বলছেন, বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে লোকালয়ে হাতি নেমে আসার ঘটনা ইদানিং বেড়ে গেছে। বিভিন্ন  সময়ে জমিতে ক্ষেতের ফসল নষ্ট করার পাশাপাশি প্রাণহানিও ঘটাচ্ছে হাতি।