চট্টগ্রাম-৮: বাবলুর মনোনয়নপত্র বাতিল, প্রার্থী থাকলো না জাপার

আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 04:56 PM
Updated : 15 Dec 2019, 04:56 PM

জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেন গত ১২ ডিসেম্বর।

রোববার বাছাইয়ের দিনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবলু এবং গণফ্রন্টের প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়ন বাতিল হয় বলে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জিয়াউদ্দিন বাবলু এক ব্যক্তির ঋণের গ্যারান্টার ছিলেন, যে ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেননি। আর মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় উত্তম চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে।

কেউ ঋণখেলাপি হয়ে থাকলে নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের এক সপ্তাহ আগেই ঋণ হালনাগাদ করতে হয়। গ্যারান্টারদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য। 

এই ব্যক্তি ঋণ পরিশোধ করেছেন বাবলু মনোনয়নপত্র দাখিলের দিন। এ কারণে বাবলুর মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।

আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদসহ মোট ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বাকি পাঁচজন হলেন- বিএনপির আবু সুফিয়ান, বিএনএফ এর আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্টের নৈয়দ ফরিদ উদ্দিন আহমেদ, ন্যাপের বাপন দাশগুপ্ত এবং এমদাদুল হক।

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বোয়ালখালী উপজেলা ও চান্দগাঁও থানা নিয়ে গঠিত এই আসনে ভোট হবে আগামী ১৩ জানুয়ারি।

গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাজোটের প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, মহাজোট নেত্রী শেখ হাসিনা তার প্রতি ‘সদয়’ হবেন বলেই তার প্রত্যাশা।

একই দিনে মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের পার্থী মোসলেম উদ্দিন বলেছিলেন, মইন উদ্দীন খান বাদল জাসদের নেতা হলেও একাদশ জাতীয় নির্বাচনে ভোট করেছিলেন নৌকা প্রতীক নিয়ে। কোনো জোট তাকে মনোনয়ন দেয়নি, দিয়েছিল আওয়ামী লীগ।

“এবার দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। কেউ যদি জোটের নাম করে প্রার্থী ঘোষণা করেন সেটা ভুল হবে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মহাজোটের কাছ থেকে চট্টগ্রাম-৮ আসনটি এককভাবে না পাওয়ায় জাতীয় পার্টি বাবলুকে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু বাবলু ওই আসন থেকে নির্বাচন করেননি।