স্থাপত্যের শিক্ষার্থীদের পুরস্কার দেবে কেএসআরএম ও আইএবি

চট্টগ্রামের শিল্পগোষ্ঠী কেএসআরএম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) মধ্যে ১০ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 01:46 PM
Updated : 8 Dec 2019, 01:46 PM

সম্প্রতি আইএবি সেন্টারে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যৎ স্থপতিদের জন্য ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’ নামে একটি পুরস্কার চালু করা হবে।

স্বীকৃত স্থাপত্য বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের গবেষণাপত্র (থিসিস) বা প্রকল্প থেকে বাছাই করে আইএবি এ পুরস্কার দেবে।

সম্মাননা জানানো হবে স্টুডিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ৩টি প্রকল্প জমা দেওয়া যাবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রকল্পগুলো প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

কেএসআরএম এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর মাধ্যমে স্থাপত্য শিল্প বিভাগের মেধাবী শিক্ষার্থীরা তাদের পেশাগত জীবন শুরুর আগেই নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবে।”

কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার জাহান ও আইএবির সভাপতি স্থপতি জালাল আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

সারোয়ার জাহান বলেন, “আমরা সবসময় মানসম্পন্ন মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। চেষ্টা করি তাদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করতে।

“সেই ধারাবাহিকতায় এবার আমরা আইএবি-এর সঙ্গে সমঝোতা চুক্তি করেছি। এর মাধ্যমে স্থাপত্য শিক্ষার্থীদের মধ্য থেকে সেরাদের তুলে আনার চেষ্টা থাকবে, যাতে শিক্ষাজীবন শেষ করার আগেই প্রযুক্তিসমৃদ্ধ বাস্তবমুখী স্থাপত্য শিক্ষার সাথে তাদের পরিচয় ঘটে।”

অন্যদের মধ্যে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান, ব্র্যান্ড বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র কর্মকর্তা আবু সুফিয়ান ও প্রোগ্রাম সমন্ময়ক স্থপতি আরেফিন ইব্রাহিম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।