জব্দ পেঁয়াজ নিলামে তুলছে আদালত

চট্টগ্রাম নগরীতে খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দ টিসিবির ১৭৫ কেজি পেঁয়াজ দোকানে পেয়ে জব্দ করার পর তা নিলামে বিক্রির সিদ্ধান্ত দিয়েছে আদালত। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2019, 04:55 PM
Updated : 4 Dec 2019, 04:58 PM

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন। 

বৃহস্পতিবার সকালে এসব পেঁয়াজ আদালতের মালখানায় রাখা হবে, এরপর বিকালে নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে এই ১৭৫ কেজি পেঁয়াজ বিক্রি করা হবে বলে আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

নিত্য পণ্য পেঁয়াজের উচ্চ মূল্যের কারণে রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির মাধ্যমে খোলাবাজারে তা বিক্রি করছে সরকার।

ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ পেঁয়াজ খোলাবাজারে বিক্রির অভিযোগ পেয়ে গত সোমবার রাতে চট্টগ্রামে টিসিবির এক ডিলারসহ  চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ডিলার দোলন বড়ুয়া, তার সহকারী দিলীপ বড়ুয়া ও ট্রাকচালক এমদাদুল হক এবং পেঁয়াজের ক্রেতা মোহাম্মদ জাহাঙ্গীর।

তখন অক্সিজেন এলাকার মসজিদ গলিতে জাহাঙ্গীরের দোকান জাহাঙ্গীর স্টোরে অভিযান চালিয়ে মোট ১৭৫ কেজি পেঁয়াজ জব্দ করা হয়। 

ঢাকায় টিসিবির ট্রাকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ; চট্টগ্রামেও তা চলছে; এর মধ্যে এক ডিলার ১৭৫ কেজি বিক্রি করে দেন দোকানে

বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দ পেঁয়াজ দোকানে বিক্রি করায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মামলা হয়। তাদের মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।

জব্দ করা পেঁয়াজগুলো আলামত হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় আদালতের নির্দেশে সেগুলো নিলামে তোলা হচ্ছে। আগ্রহী ক্রেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।”

নিলামের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সব পেঁয়াজ একসঙ্গে, না কি ভাগ করে বিক্রি হবে সেটা বৃহস্পতিবার ঠিক করা হবে।