হাঁটতে গিয়ে বাসচাপায় নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সকালে হাঁটতে বেরিয়ে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 02:57 PM
Updated : 21 Nov 2019, 02:57 PM

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নগরীর আগ্রাবাদ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের সামনে এ ঘটনায় স্বপ্না বড়ুয়া (৫২) নিহত হন।

তিনি ফটিকছড়ি উপজেলার ফতেপুরের দিলীপ বড়ুয়ার স্ত্রী। নগরীর মৌলভিপাড়া এলাকায় তারা পরিবার নিয়ে থাকতেন।

চট্টগ্রামে ডবলমুরিং থানার এসআই আমিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “গৃহিনী স্বপ্না বড়ুয়া ডায়বেটিসের রোগী। প্রতিদিনের মত তিনি সকালে হাঁটতে বেড়িয়েছিলেন।

“এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।”

নিহতের স্বামী দিলীপ বড়ুয়া বলেন,  “প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আমার স্ত্রী হাঁটতে বের হয়েছিল। কিন্তু ১১টা বেজে গেলেও বাসায় ফিরে না এলে চারিদিকে খুঁজতে থাকি।”

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে নিহত স্বপ্না বড়ুয়ার খোঁজ পায় তার পরিবার।

স্বপ্না বড়ুয়াকে চাপা দিয়ে চলে যাওয়া বাসটি শনাক্ত করতে কাজ চলছে বলে জানান ডবলমুরিং থানার এসআই।