চট্টগ্রামে সানি হত্যার দুই আসামি কারাগারে

চট্টগ্রামে স্কুল ছাত্র জাকির হোসেন সানি হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসর্মপণ করার পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 02:25 PM
Updated : 21 Nov 2019, 02:25 PM

চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো. ওসমান গণি বৃহস্পতিবার এ আদেশ দেন।

এ মামলার আসামি আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০) হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন।

সেই জামিনের মেয়াদ শেষে তারা এদিন চট্টগ্রামের হাকিম আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। 

শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমদ জানান।

গত ২৬ অগাস্ট দুপুরে চট্টগ্রামের জাকির হোসেন রোডে ওমরগনি এম ই এস কলেজের বিপরীতে একটি ভবনের নিচে জাকির হোসেন সানিকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সানির বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলাপাড়ায়। ঢাকায় বড় ভাইয়ের বাসায় থেকে মিরপুরে একটি স্কুলে পড়ছিল সে।

চট্টগ্রাম সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া) কুতুব উদ্দিন তার বোনের স্বামী। আগে বোনের বাসায় থেকে পড়ালেখা করলেও গত বছর সানিকে ঢাকায় ভাইয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

গত অগাস্টে ঈদের ছুটিতে চট্টগ্রামে বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে খুন হয় সানি। পরদিনতার বোন মাহমুদা আক্তার খুলশী থানায় সাত জনের নামে মামলা দায়ের করেন। সেখানে ‘পূর্ব শত্রুতার জেরে’ সানিকে হত্যার অভিযোগ আনা হয়।