বাল্যবিয়ে ঠেকালেন ম্যাজিস্ট্রেট, বর ও কনের বাবাকে জরিমানা

চট্টগ্রামে একটি কমিউনিটি সেন্টারে বাল্যবিয়ে ঠেকিয়ে বর ও মেয়ের বাবাকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 01:44 PM
Updated : 21 Nov 2019, 01:44 PM

বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটিয়া চরকানাই এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের ১৫ বছর বয়েসী মেয়ের সঙ্গে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার হাফেজ ছগির আহমদ খোকনের (৩২) বিয়ের কথা ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়ের বিয়ের সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আমরা বাল্য বিবাহ আয়োজনের সত্যতা পাই।

“পরবর্তীতে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (ক) এবং ৮ ধারায় বর ছগির আহমেদকে ৫০ হাজার টাকা এবং কনের পিতা নজরুলকে ১০ হাজার টাকা জরিমানা করি।”