যুবলীগের সংঘর্ষ: পুলিশের মামলায় অজ্ঞাত আসামি ১৫০

চট্টগ্রামের লালদীঘি মাঠে যুবলীগের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 08:06 AM
Updated : 13 Nov 2019, 08:06 AM

মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল এ মামলা করেন।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় পুলিশের বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা দেড়শজনকে আসামি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মঙ্গলবার বিকালে লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলাকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ওয়াসিম উদ্দিন চৌধুরী ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এসময় দুই পক্ষের মধ্যে চেয়ার এবং ঢিল ছোড়াছুড়ি হয়।

এ ঘটনার পর সমাবেশের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।