
চট্টগ্রাম বন্দরে দুদকের গণশুনানিতে ৫২ অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2019 10:17 PM BdST Updated: 12 Nov 2019 10:17 PM BdST
চট্টগ্রাম বন্দরের অনিয়ম ও এর ব্যবহারকারীদের অভিযোগ নিয়ে এক গণশুনানি করে অর্ধশত অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিয়ে চলে এই গণশুনানি।
এতে উপস্থিত দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, “গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দুদক।”
তিনি বলেন, ”দুদকের কাজ কাউকে হয়রানি করা নয়, কাউকে ছোট করার উদ্দেশ্যেও দুদক গণশুনানি করে না। তবে মাঠ পর্যায়ের অফিসগুলো কেমন চলছে তা সরেজমিনে দেখার জন্য দুদক এ ধরনের গণশুনানি করে থাকে।’’
অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শুনানিতে বন্দর ব্যবহারকারীরা বিভিন্ন বিষয় নিয়ে ৫২টি লিখিত অভিযোগ তুলে ধরেন।
শুনানি শেষে দুদক কমিশনার আমিনুল বলেন, “অভিযোগের বিষয়ে বন্দর চেয়ারম্যান ব্যবস্থা নেবেন। অনিয়ম দূর করতে তদারকি প্রয়োজন।”
শুনানিতে চট্টগ্রাম বন্দরের হাইস্টার অপারেটর, ক্রেন অপারেটর, হেলমেট অপারেটর এবং চেকারের ঘুষ নেওয়াসহ নানা অনিয়ম তুলে ধরেন সেবা গ্রহীতারা।
এছাড়া বন্দরে কোনো টেবিলে ’স্পিড মানি’ না দিলে সেবা মেলে না বলেও অভিযোগ করা হয়।
সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- অপরিপূর্ণ নবজাতককে অন্ধত্ব থেকে রক্ষায় দ্রুত চিকিৎসার পরামর্শ
- বিজয় শিখা প্রজ্বলনে চট্টগ্রামে বিজয় মঞ্চের কার্যক্রম শুরু
- চট্টগ্রাম-৮ এ ধানের শীষের প্রার্থী সুফিয়ান
- শিশুমৃত্যুর অভিযোগ: ‘বিশেষ মহলের’ হাত দেখছে ম্যাক্স হাসপাতাল
- পটিয়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫
- কর্ণফুলীতে চালু হল ওয়াটার বাস
- চট্টগ্রামে ৮ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা
- বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- মাহমুদউল্লাহর ভাবনায় স্কিল হিটিং
- টিভি সম্প্রচারে ভুল থেকে ‘শিক্ষা নিয়েছে’ বিসিবি
- মিয়ানমারে গণহত্যা বন্ধ করুন: জাতিসংঘ আদালতকে গাম্বিয়া
- একাডেমি মাঠে চোট-শঙ্কা, বিস্মিত রংপুর কোচ
- 'খেয়েদেয়ে শক্তি বাড়াও', বাংলাদেশের ক্রিকেটারদেরকে রাসেল