চুয়েটে সমাবর্তন-সুবর্ণজয়ন্তী উদযাপন ডিসেম্বরে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তন আর ৫০ বছর পূর্তি উদযাপন হবে আগামী ডিসেম্বরে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 03:17 PM
Updated : 11 Nov 2019, 03:17 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে এদিন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৫ ডিসেম্বর চুয়েটের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান; এর পরদিন চুয়েটের ৫০ বছর পূর্তিতে দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে বাংলাদেশের রাষ্ট্রপতি ও চুয়েটের আচার্য মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী।

এছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

এবারের সমাবর্তন অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হবে।

৫০ বছর পূর্তি প্রসঙ্গে জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, আমন্ত্রিত অতিথি এবং চুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে প্রায় ১০ হাজার লোকের মিলনমেলা বসতে পারে।”

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী মেজবান, আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান ও কনসার্টসহ বিভিন্ন আয়োজন করা হবে বলে জানান তিনি।