পূর্ব রেলের সাড়ে ৫ একর জমি উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পূর্ব রেলের প্রায় সাড়ে পাঁচ একর জমি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 02:21 PM
Updated : 7 Nov 2019, 02:21 PM

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে ওই জমিতে থাকা প্রায় ১২২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ নিয়ে সোম, বুধ ও বৃহস্পতিবারের অভিযানে প্রায় ১৩ একর জমি উদ্ধার করলো রেলওয়ে পূর্বাঞ্চল।

পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমবাগান ভাঙার পোল এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ১২২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এগুলোর মধ্যে সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি স্থাপনা ছিল।

“এতে প্রায় পাঁচ দশমিক তিন চার একর জমি দখলমুক্ত হয়েছে। সাম্প্রতিক অভিযানের মধ্যে এটি সর্বোচ্চ পরিমাণ।”

অভিযান চলাকালে দুপুরে উচ্ছেদের কাজে ব্যবহার করা স্কেভেটর লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়।

রেল কর্মকর্তা মাহবুব বলেন, “মধ্যাহ্নভোজের বিরতির সময় কয়েকজন লোক স্কেভেটর লক্ষ্য করে ইট ছোড়ে, এতে চালক সামান্য ব্যথা পেয়েছেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।”