পাহাড়তলীতে রেলের ৪ একর জমি দখলমুক্ত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর আমবাগান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের চার একর জমি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 02:41 PM
Updated : 6 Nov 2019, 02:41 PM

বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চলে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমবাগান রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অবৈধ দখলে থাকা ১০৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সাড়ে চার একর জমি উদ্ধার করা হয়েছে।

“এরমধ্যে টিনশেড, সেমিপাকা ও ঝুপড়ি ঘর ছিল। মূলত স্থানীয় প্রভাবশালীরা এসব জমি দখল করে ঘর তুলে ভাড়া দিয়েছিল।”

উচ্ছেদের মাধ্যমে উদ্ধার হওয়া জমি রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা জানান মাহবুব।

তিনি বলেন, নিয়মিত পাহারা দেওয়া হচ্ছে। সাইনবোর্ড দেয়া হচ্ছে। পাশাপাশি প্রকৌশল বিভাগ তারকাটা দিয়ে উদ্ধার করা জমি ঘিরে রাখার উদ্যোগ নিয়েছে।

এরআগে সোমবার পাহাড়তলির সেগুনবাগান এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচশ স্থাপনা উচ্ছেদ করে সাড়ে তিন একর জমি উদ্ধার করা হয়।