চট্টগ্রামের দেওয়ানহাট-বারিক বিল্ডিং পথে রিকশা বন্ধ

চট্টগ্রাম মহানগরীর বিমানবন্দরমুখী সড়কে যানজট কমাতে নগরীর দেওয়ান হাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 07:37 AM
Updated : 6 Nov 2019, 07:57 AM

বুধবার সকাল থেকে প্রায় তিন কিলোমিটার সড়কে রিকশা চলাচল বন্ধ রাখার কথা জানান চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর জোন) তারেক আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানবন্দরমুখী সড়কে ধীরগতির রিকশা যানজটের অন্যতম কারণ।

“সেজন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং রিকশা চালক ও মালিকদের সংগঠনগুলোর নেতাদের সাথে আলাপ করে কিছু অংশে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে।”

পর্যায়ক্রমে বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে রিকশা চলাচল বন্ধ করা হবে বলে জানান তিনি।

দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং অংশের চৌমুহনি ও বাদামতলী মোড়ে আড়াআড়িভাবে রিকশা রাস্তা পারাপার করতে পারবে, তবে মূল সড়কে চলতে পারবে না।

মূল সড়কের আশপাশের অলিগলিতে রিকশা চলাচলে কোনো বাধা নেই বলেও জানান পুলিশ কর্মকর্তা তারেক।

শাহ আমানত সেতু থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটিকে চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়ক হিসেবে বিবেচিত হয়। এ সড়কের বিভিন্ন মোড়ে গণপরিবহনের দাঁড়িয়ে থাকাসহ নানা কারণে যানজট তৈরি হয়। এতে বিমানবন্দর অভিমুখী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

এছড়া ওই সড়ক ধরেই চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যালয়েও যেতে হয়।