বাকলিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১২ মামলার আসামি

চট্টগ্রামে দেশীয় তৈরি ধারালো ও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 04:20 PM
Updated : 5 Nov 2019, 04:20 PM

মঙ্গলবার বিকালে বাকলিয়া মাস্টার পুল কিরিচ বাবুলের কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সায়মুল হক কাজেমী ওরফে শাহনেওয়াজ (৪০) বাকলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সায়মুল কাজেমীর বিরুদ্ধে অস্ত্র,  মাদক, ডাকাতিসহ নানা অভিযোগে অন্তত ১২টি মামলা আছে। যার মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা আছে। তার বাবা দিদারুল হক কাজেমী ওরফে কিরিচ বাবুলের বিরুদ্ধে আছে ২৬টি মামলা।

পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা বাবা-ছেলেসহ পরিবারের সদস্যরা সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে।

ওসি বলেন, “সায়মুল কাজেমী, তার বাবা কিরিচ বাবুল ও পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে ২৫/৩০ জনের একটি গ্রুপ আছে। এলাকায় তারা কিশোর গ্যাং, ছিনতাইকারী পালনসহ আরো নানা ধরনের অপরাধে জড়িত।

“বাবা-ছেলে মিলে তাদের বাসায় একটি টর্চার সেল তৈরি করেছে। সেখানে এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের ধরে নিয়ে নির্যাতন করে টাকা আদায় করে। এলাকার লোকজন তাদের ভয়ে মুখ খুলতে সাহস করে না।”

সায়মুল কাজেমীর ‘টর্চার সেলে’ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রের পাশাপাশি ইয়াবা জব্দ করার কথা জানায় পুলিশ।