‘ঘুষের টাকাসহ’ আয়কর পরিদর্শক গ্রেপ্তার

ঘুষের ২০ হাজার টাকাসহ একজন আয়কর পরিদর্শককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 12:44 PM
Updated : 5 Nov 2019, 12:44 PM
গ্রেপ্তার মো. রেজাউল করিম চট্টগ্রামের কর অঞ্চল-২ এর সার্কেল-৩১ এ কর্মরত।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদে পিএচপি ভবনের কার্যালয় থেকে মঙ্গলবার বিকালে ঘুষের ২০ হাজার টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয।

নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা সায়মা হক নামের একজন বাড়ির মালিকের কাছে তিনি ঘুষ দাবি করেন।

দুদক কর্মকর্তা লুৎফুল কবির চন্দন বলেন, আয়কর রিটার্ন দাখিলের সময় কর কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে ঘুষ দাবি করেছিলেন রেজাউল করিম।

“এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে কৌশলে ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।”