বায়ু দূষণ: রি-রোলিং কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট না রেখে লোহা গলিয়ে বায়ু দূষণ করায় চট্টগ্রামের এহসান রি রোলিং মিলসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 02:37 PM
Updated : 4 Nov 2019, 02:37 PM

সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোয়াজ্জম হোসাইন শুনানি শেষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকার এই কারখানাকে জরিমানা করেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটির ২০১৫ সাল পর্যন্ত ছাড়পত্র ছিল না। এছাড়া বায়ু দূষণ রোধের জন্য তাদের ফিউম এক্সট্রাকশন প্ল্যান্টও নেই।

প্রতিষ্ঠানটি টায়ার, প্লাস্টিকসহ অন্যান্য উপাদান পুড়িয়ে লোহা গলিয়ে পরিবেশের দূষণ ঘটাচ্ছে। অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক নুরুল্লাহ নুরী সম্প্রতি কারখানাটি পরিদর্শন করে বায়ু দূষণের প্রমাণ পান এবং চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে প্রতিবেদন দেন।

এরপর এ বিষয়ে সোমবার শুনানি নিয়ে দশ লাখ টাকা ক্ষতিপূণ নির্ধারণ করে অবিলম্বে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয় বলে জানান মুক্তাদির হাসান।

এছাড়া পরিবেশ ছাড়পত্র নবায়ন না করায় মিরসরাইয়ে সিপি বাংলাদেশ লিমিটেডের ব্রিডার ফার্ম-২ কে ১০ হাজার টাকা, একই প্রতিষ্ঠানের ইউনিট-৪ কে ১০ হাজার টাকা এবং হ্যাচারি ইউনিটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আর কক্সবাজার সদরের সুলতান আহম্মদ নামের এক ব্যক্তিকে পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।