চট্টগ্রামে রেলের সাড়ে তিন একর জায়গা উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি সেগুনবাগান ও আশপাশের এলাকায় উচ্ছেদ চালিয়ে পূর্ব রেলের প্রায় সাড়ে তিন একর জমি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 02:27 PM
Updated : 4 Nov 2019, 02:27 PM

সোমবার দিনভর অভিযানে প্রায় পাঁচশ আধাপাকা ও কাঁচা ঘর, দোকনসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রায় ১০ থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত এসব জমি অবৈধ দখলে ছিল।

উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে পাহাড়তলি ওয়ার্ড যুবলীগ এবং শ্রমিক দলের অফিসও ছিল।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেগুনবাগান এলাকায় রেলওয়ে কলোনির আশপাশে গড়ে ওঠা প্রায় পাঁচশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

“এরপর সাড়ে তিন একর জমি রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যুবলীগ ও শ্রমিক দলের কার্যালয়ও উচ্ছেদ করা হয়েছে। এক্ষেত্রে কোনো দলমত দেখা হয়নি।”

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবউল করিম বলেন, ঘরবাড়ি ও দোকান করে প্রায় চার হাজার মানুষ বসবাস করছিল। কোথাও কোথাও প্রায় ২০ বছর ধরে এসব জমি দখলে ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

“শ্রমিক দলের কার্যালয়ের ভেতরে ফার্নিচার তৈরির কাঠ রাখা ছিল। যুবলীগের কার্যালয়টিতে কোনো সরঞ্জাম ছিল না। মূলত রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নামে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলে নেওয়া হয়েছিল।”

বিভিন্ন স্থানে দখলে থাকা পূর্ব রেলের জমি উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান মাহবুবউল করিম।

অভিযানে চট্টগ্রাম মহানগর ‍পুলিশ, আরএনবি ও জিআরপি সদস্যরা সহায়তা করে।