প্রেমের সম্পর্ক করে টাকা নিয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা

পাওনা টাকা যাতে পরিশোধ করতে না হয় সেজন্য এক নারীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 02:14 PM
Updated : 4 Nov 2019, 02:14 PM

রোববার রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সোসাইটিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার নয়ন ভট্টাচার্য ওরফে মাসুদ রানা (৩০) রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়ন স্বামী পরিত্যাক্তা এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন।

“নিজের পরিচয় গোপন করে ওই নারীকে বিয়ের কথা বলে শাহ আমানত সোসাইটির এমএস টাওয়ার নামে একটি ভবনে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।”

নয়নের পরিবার নগরীর বাকলিয়া সৈয়দ শাহ রোডের সৈয়দ শাহ ভবনে থাকে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মঈন উদ্দিন বলেন, “নয়ন বিভিন্ন সময় মাল্টিপারপাস ব্যবসায় বিনিয়োগের কথা বলে ওই নারীর কাছ থেকে প্রায় সাড়ে নয় লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে। সম্প্রতি সম্পর্কের অবনতি হওয়ায় ওই নারী টাকা ফেরত দিতে চাপ দেয়।”

টাকা যাতে পরিশোধ করতে না হয় সেজন্য নয়ন সম্প্রতি ওই নারীকে মাদক মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করতে থাকেন বলে তিনি জানান।

বাকলিয়ার ওসি নেজাম উদ্দিন বলেন, “নয়ন যে বিবাহিত সেটা জানতে পেরে ওই নারী তাকে টাকা পরিশোধে চাপ দিতে থাকে। চাপে পড়ে নয়ন রোববার রাতে ৫০ হাজার টাকা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু টাকা না দিয়ে সে বাসার ওয়ার্ডরোবে ছোট দুইটি প্যাকেটে ৯১০টি ইয়াবা রেখে পুলিশকে খবর দেয়।   

“এরপর ওই বাসাটির পাশাপাশি পুলিশ নয়নকেও নজরদারিতে রাখে। রাতে অভিযানে গিয়ে ইয়াবার সন্ধান না পেয়ে তার কাছ থেকে আরও তথ্য জানতে চাওয়া হয়, তখন সে ইয়াবা রাখার সঠিক স্থান দেখিয়ে দেওয়ায় পুলিশের সন্দেহ হয়।”

ওসি বলেন, “পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নয়ন জানায়, টাকা পরিশোধ না করতে নিজেই বাসায় ইয়াবা রেখেছিল।”

নয়নের বিরুদ্ধে ওই নারী ধর্ষণ ও প্রতারণা এবং পুলিশ মাদক আইনে আলাদা আলাদা মামলা করেছে।