‘১১ ডাকাতের দুইজন চিকিৎসক শাহ আলম হত্যায়ও ছিল’

নগরীর টাইগারপাস থেকে গ্রেপ্তার ১১ ডাকাতের মধ্যে দুইজন গত মাসে সীতাকুণ্ডে নিহত ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত শাহ আলম হত্যায়ও জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 03:31 PM
Updated : 2 Nov 2019, 03:40 PM

এরা হলেন- মো. সালাউদ্দিন (২৪) ও মো.  টিটু (২৫)।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “শাহ আলম হত্যায় গ্রেপ্তার আসামির জবানবন্দিতে এ দুইজনের নাম এসেছে বলে সীতাকুণ্ড থানা আমাদের জানিয়েছে।”

শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টাইগার পাস এলাকায় অভিযান চালিয়ে ১১ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

দীর্ঘদিন ধরে মহাসড়কে ডাকাতি করে আসা চক্রটিকে অনেকদিন ধরেই ধরার চেষ্টা করে আসছিল পুলিশ।

মহাসড়কে ডাকাতির পর দলটি সীতাকুণ্ডের পাহাড়ি এলাকার গুহায় লুকিয়ে থাকত বলে তাদেরকে ধরা যাচ্ছিল না বলে দাবি পুলিশের। 

গত ১৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিরা এলাকায় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় ওই ব্যক্তি একজন চিকিৎসক এবং তার নাম শাহ আলম।

তদন্তে জানা যায়, মহাসড়কে চলাচলরত লেগুনায় থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা গরীবের চিকিৎসক হিসেবে পরিচিত শাহ আলমকে খুন করে।

এ ঘটনায় ফারুক নামের লেগুনা চালককে র‌্যাব গত ২২ অক্টোবর গ্রেপ্তার করে। সে জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে সম্পৃক্তদের বিষয়ে তথ্য দিয়ে আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেয়।

পরবর্তীতে ২৩ অক্টোবর সীতকুণ্ডের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এ হত্যাকাণ্ডের মূল হোতা নজির আহমেদ সুমন ওরফে কালু (২৬) নিহত হয়।