এলসিতে ঘোষণা তুলা, কনটেইনারে মিলল বালু

চীন থেকে আসা একটি তুলার কন্টেইনার পরীক্ষা করে তাতে প্রায় হাজার বস্তা বালু পেয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 03:59 PM
Updated : 22 Oct 2019, 03:59 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের ভেতরে বেসরকারি মালিকানাধীন কিউএনএস ডিপোতে থাকা একটি কন্টেইনারের কায়িক পরীক্ষার পর এই অনিয়ম ধরা পড়ে।  

কাস্টমস কর্মকর্তাদের ভাষ্যে, এভাবে মিথ্যা ঘোষণায় বালু এনে বিদেশে টাকা পাচার করা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”গোপন সংবাদের ভিত্তিতে কিউএনএস ডিপোতে থাকা কন্টেইনারটি পরীক্ষার পর এ অনিয়ম ধরা পড়ে।”

চট্টগ্রামের জুবিলি রোডের মেসার্স সৈয়দ ট্রেডার্স নামক প্রতিষ্ঠান চীন থেকে এক কন্টেইনার (২৩ টন) ’স্টেপল ফাইবার’ ধরনের তুলা আমদানির ঘোষণা দিয়ে ঋণপত্র খোলে।

এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা। 

অক্টোবরের প্রথম সপ্তাহে চীন থেকে এমভি থর্সউইন্ড নামে একটি জাহাজে করে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে।

মেসার্স সৈয়দ ট্রেডার্সের হয়ে গত ১৬ অক্টোবর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট এসজিএস কোম্পানি পণ্য খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে।

কন্টেইনারটি বন্দর থেকে ডিপোতে নিয়ে যাওয়ার পর সেখানে ঘোষণা বহির্ভূত পণ্য রয়েছে বলে খবর পায় কাস্টমস কর্তৃপক্ষ।

পরে কন্টেইনারের খালাস স্থগিত করা হয় বলে জানিয়েছেন তারা। 

সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুর বলেন, এদিন কায়িক পরীক্ষা করে ওই কন্টেইনারে তুলার পরিবর্তে ৯১৬ বস্তা বালু পাওয়া যায়।

তবে বালুতে অন্য কোনো উপাদান আছে কি না, তা নিশ্চিত হতে ল্যাব পরীক্ষা করা হবে বলে জানান তিনি।