ইয়াবা কারবারি ভারতীয় নারীসহ পাঁচজন রিমান্ডে

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার এক ভারতীয় নাগরিকসহ পাঁচ নারীকে দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 12:52 PM
Updated : 22 Oct 2019, 12:52 PM

মঙ্গলবার চট্টগ্রামের মহানগর হাকিম খায়রুল আমীন এ আদেশ দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের পক্ষ থেকে পাঁচ দিন করে রিমাণ্ডের আবেদন করা হয়েছিল।

“শুনানি শেষে আদালত প্রত্যেকের দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।”

রোববার নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের নাসিরাবাদ মহিলা কলেজ মোড় থেকে পাঁচ নারীকে গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছিল তারা আন্তর্জাতিক মাদক চোরাকারবারী।

ওই চক্রটি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে তারা ভারতে ইয়াবা পাচার করে।

গ্রেপ্তাররা হলেন- ভারতীয় নাগরিক কোমল কর (২৮), রোজিনা বেগম (৫২) তার মেয়ে নাঈমা বেগম (২৮), শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১)।

তাদের কাছ থেকে প্রায় ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

কোমল কর ভারতের উত্তরাখাণ্ডের বাসিন্দা। রোজিনা ও নাঈমা ঢাকার মোহাম্মদপুর এবং শাহনাজ ও সুমাইয়া মিরপুরের বাসিন্দা।

তারা বিভিন্ন সময়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতে সরবরাহ করেন বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তারেক আজিজ।