দূষণ: চট্টগ্রামে তিন কারখানার জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে চট্টগ্রামে তিনটি কারখানাকে মোট ছয় লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 09:50 AM
Updated : 22 Oct 2019, 09:50 AM

মঙ্গলবার শুনানি শেষে এসব কারখানাকে জরিমানা করেন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত বায়ু নির্গমণের মাধ্যমে বায়ু দূষণ করায় বায়েজিদ এলাকায় লোহা থেকে বিলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের চার লাখ ৭৬ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।”

পাশাপাশি অপরিশোধিত তরল বর্জ্য নির্গমণের মাধ্যমে পরিবেশ দূষণ করায় কর্ণফুলী ইপিজেডের ডেনিম এক্সপার্ট লিমিটেড নামের ওয়াশিং কারখানাকে দুই লাখ চার হাজার চারশ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার অন্য এক শুনানিতে সাগরিকা শিল্প এলাকায় ফ্লেভারস সুইটস অ্যান্ড বের্কাস নামের প্রতিষ্ঠানে সেটলিং ট্যাঙ্ক অকার্যকর রেখে তরল বর্জ্য পরিবেশে উন্মুক্ত করায় প্রতিষ্ঠানটিকে নয় হাজার ছয়শ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান তিনটিকে ক্ষতিপূরণের টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়।