ভোলার ঘটনা নিয়ে উসকানি: চট্টগ্রামে একজন গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে সিএমপি কমিশনারকে জড়িয়ে ফেইসবুকে ‘উস্কানিমূলক পোস্ট’ দেওয়ায় চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 06:37 PM
Updated : 21 Oct 2019, 06:40 PM

সোমবার রাত পৌনে ১১টার দিকে নগরীর লালদীঘি এলাকা থেকে রবিউল আলম (২৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

রবিউল বাঁশখালী উপজেলার পূর্ব তিশোরি গ্রামের আহমদ হোসেনের ছেলে। তিনি সীতাকুণ্ডের জোড় আমতল এলাকায় ফোর স্টার শিপিং শিপ ইয়ার্ডে চাকরি করেন।

কোরআনে হাফেজ রবিউল নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাইবার পার্টির সমন্বয়ক বলে পরিচয় দেন বলে পুলিশ কর্মকর্তা মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে সিএমপি কমিশনার মাহবুবর রহমানের ছবি ফেসবুকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান করে। সে ভোলার ঘটনা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্নজনের সাথে যোগাযোগ করছিল।”

ভোলার বোরহানউদ্দিনে হিন্দু এক তরুণের ‘ফেইসবুক আইডি হ্যাক করে’ ধর্ম অবমাননাকর বক্তব্য ছড়ানোর পর সংঘর্ষে রোববার চারজন নিহত হয়।