চবিতে চালু হচ্ছে অভিযোগ সেল

ভর্তি পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের হয়রানি ঠেকাতে ইন্টারনেটভিত্তিক 'অভিযোগ সেল' চালু করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 04:50 PM
Updated : 20 Oct 2019, 04:50 PM

সোমবার এই ওয়েব পেইজটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে শিক্ষার্থী এবং ভর্তি পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের র‌্যাগিং ও নির্যাতনের শিকার না হয়, সেজন্যই এই ওয়েবসাইটটি চালু করা হবে।

“এতে ছিনতাই, মারামারি, যৌন হয়রানিসহ কয়েকটি ক্যাটাগরি থাকবে। অভিযোগকারীরা সেখানে তাদের অভিযোগ দিতে পারবে। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে অপরাধীদের বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নেবে।”

রেজাউল বলেন, “ভর্তিচ্ছু ও শিক্ষার্থীরা মাঝেমধ্যে র‌্যাগিং, মারধর, ছিনতাই ও যৌন হয়রানির স্বীকার হয়ে থাকে। কিন্তু ভুক্তভোগীরা ভয়ে অভিযোগ করে না। এখন থেকে নির্ভয়ে ভুক্তভোগীরা অভিযোগ করতে পারবে।”

তদন্ত সাক্ষেপে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অপরাধ প্রবণতা শূন্যের কোটায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রক্টর।

অভিযোগকারীদের সুবিধার্থে পেইজটিতে অভিযোগকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম।