চট্টগ্রামে ফিটনেস ছাড়া বাস চলায় চালক-হেলপার ও মালিকের জরিমানা

চট্টগ্রামে ফিটনেসবিহীন বাস চালানো ও চলতে দেওয়ার অপরাধে বাসের মালিক এবং চালক-হেলপারকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 04:25 PM
Updated : 20 Oct 2019, 04:25 PM

রোববার দুপুরে বহদ্দারহাট মোড়ে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে ১০ নম্বর রুটের একটি বাস কালুরঘাট না গিয়ে চান্দগাঁও থানার সামনে থেকে ঘুরিয়ে দেওয়ার অপরাধে বহদ্দারহাট এলাকায় আটক করা হয়।”

আটকের পর দেখা যায় বাসটির পেছনের সম্পূর্ণ কাঁচ ভাঙ্গা বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই ঘটনায় বাসের মালিক মনির হোসেনকে (৩৫) ডেকে এনে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বাসটির চালক শামীম উদ্দিন (২৫) এবং হেলপার মোহাম্মদ আলমগীরকে (৪০) একমাস করে দণ্ডাদশ দেয় ভ্রাম্যশাণ আদালত।