ইয়াবার কারবারে ভারতীয় নারী, সঙ্গী চার বাংলাদেশি

চট্টগ্রামের ইয়াবাসহ পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যাদের একজন ভারতীয় নাগরিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 01:30 PM
Updated : 22 Oct 2019, 12:57 PM

রোববার বিকালে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের নাসিরাবাদ মহিলা কলেজ মোড় থেকে তাদের গ্রেপ্তারের পর র‌্যাব বলছে তারা আন্তর্জাতিক মাদক চোরাকারবারী। বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে তারা ভারতে ইয়াবা পাচার করে।

গ্রেপ্তাররা হলেন- ভারতীয় নাগরিক কোমল কর (২৮), বাংলাদেশি রোজিনা বেগম (৫২), তার মেয়ে নাঈমা বেগম (২৮), শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১)।

তাদের কাছ থেকে জব্দ করা ইয়াবার পরিমাণ আনুমানিক ২০ হাজার হতে পারে বলে র‌্যাব কর্মকর্তাদের ধারণা। 

গ্রেপ্তার কোমল কর ভারতের উত্তরখণ্ডের বাসিন্দা। রোজিনা ও নাঈমা ঢাকার মোহাম্মদপুরে এবং শাহনাজ ও সুমাইয়া থাকেন মিরপুরে।

তারা বিভিন্ন সময়ে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতে পাচার করেন বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তারেক আজিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোজিনা ও কোমল সম্পর্কে খালা-ভাগ্নি। বাংলাদেশি এক মুসলমান ব্যক্তিকে বিয়ে করে রোজিনা ধর্মান্তরিত হয়ে দীর্ঘদিন বাংলাদেশে আছেন।

“রোজিনা ও শাহনাজ আগে পাশাপাশি বাসায় থাকায় তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। এর ফাঁকে তারা ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। কোমল বিভিন্ন সময়ে ভারত থেকে বাংলাদেশে এসে তাদের মাধ্যমে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ভারতে নিয়ে যান।”

এএসএপি তারেক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোমল জানিয়েছেন, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছেন। কয়েকদিন আগে তারা কক্সবাজার গিয়ে ইয়াবা সংগ্রহ করেন। সেগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাকির হোসেন রোডে তাদের বহনকারী মাইক্রোবাসটি থামানো হয়।”

মাইক্রোবাস তল্লাশি করে নাঈমা ও কোমলের ভ্যানেটি ব্যাগে ছোট ছোট পুটলি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা তারেক বলেন, জব্দ করা ইয়াবাগুলো এখনো গোনা হয়নি। তবে গ্রেপ্তারা কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা সংগ্রহের কথা জানয়েছেন।

তাদের অন্য ব্যাগগুলোও তল্লাশি করা হচ্ছে বলে জানান তিনি।