চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়ায় আগুনে পুড়ে পাঁচ বছরের এক শিশু মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 07:09 AM
Updated : 17 Feb 2020, 09:27 AM

শনিবার প্রথম প্রহরে মোল্লাপাড়ার নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংগঠিত এই অগ্নিকাণ্ডে শিশুটির বাবা, মা ও বড় বোনও দগ্ধ হয়েছেন।

মারা যাওয়া শিশুটির নাম মো. আশরাফুল (০৫)।

অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন তার বাবা আমীর হোসেন (৪৫), তার মা খালেদা আক্তার (৩০) ও তার বড়বোন অনিয়া (০৭)।

ডবলমুরিং থানার এসআই তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরিবিলি আবাসিক এলাকার বাসাটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে গেলে আশরাফুল আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যায়।”

ফাইল ছবি

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসক ডা. নারায়ন ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারা যাওয়া শিশুটির শরীরের প্রায় ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

তার বাবার শরীরের ৮৬ শতাংশ, তার মার ৫০ শতাংশ এবং মেয়েটির শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।