সীতাকুণ্ডে মহাসড়কে পাওয়া লাশটি এক চিকিৎসকের

একদিন আগে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পাওয়া লাশটি একজন চিকিৎসকের বলে নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 05:31 AM
Updated : 19 Oct 2019, 05:31 AM

এই চিকিৎসকের নাম মো. শাহ আলম (৫৫)। তিনি শিশু রোগ বিশেষজ্ঞ।

তিনি হত্যাকাণ্ডের শিকার বলে ধারণা করছে পুলিশ।

গত শুক্রবার সকালে কুমিরা ঘাটঘর এলাকায় মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তখন তার পরিচয় জানা যায়নি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত)  শামীম শেখ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বজনরা এসে  শাহ আলমের লাশটি সনাক্ত করেছেন।

তিনি বলেন, “নিহতের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।”

সীতাকুণ্ডের কুমিরা থেকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজের বাসায় রওনা হয়ে আর ফেরেননি শাহ আলম।

ডা. শাহ আলমের বাড়ি কুমিরায়, সেখানে তিনি সম্প্রতি ‘বেবি কেয়ার’ নামে একটি প্রাইভেট ক্লিনিক প্রতিষ্ঠা করেছিলেন।

কী কারণে শাহ আলম খুন হলে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা শামীম।