পেঁয়াজের ‘অস্বাভাবিক দাম’: চট্টগ্রামে দুই আড়তকে জরিমানা

অস্বাভাবিক দামে পেঁয়াজ বিক্রির দায়ে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের দুই আড়তকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2019, 03:01 PM
Updated : 18 Oct 2019, 03:01 PM

এর মধ্যে চাল ডাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেহরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

চট্টগ্রামের সবচেয়ে বড় এ কাঁচাবাজারে শুক্রবার অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বারবার সর্তক করার পরেও ক্রয় মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা করা হয়েছে।

“চাল ডাল ট্রেডার্স ৪৮ টাকা কেজি দরে মিয়ানমারের পেঁয়াজ কিনে ৭৫ টাকা কেজিতে বিক্রি করছিল। আর মেহরাজ স্টোর ৬৫ টাকা কেজির ভারতীয় পেঁয়াজ কিনে বিক্রি করছিল ৯০ টাকা কেজিতে।”

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

পেঁয়াজের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং কেউ অসৎ উপায়ে অতিরিক্ত লাভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান শামীম।

আগের দিন চট্টগ্রামের জেলা প্রশাসক ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় পেঁয়াজ বিক্রিতে বেশি মুনাফার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।