সাবলেট: যুবকের ছুরিতে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম নগরীর একটি বাসায় ‘সাবলেট’ হিসেবে ভাড়া থাকা দুটি পরিবারের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক তরুণ। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2019, 02:57 PM
Updated : 18 Oct 2019, 02:57 PM

নিহত মো. হেলাল (২০) পোশাক শ্রমিক ছিলেন। তাকে হত্যার অভিযোগে মো. রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল সিএনজি অটোরিকশা চালিয়ে মা-বোনকে নিয়ে থাকতেন।

শুক্রবার বিকালে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি যুগী চাঁদ মসজিদ লেইনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী বলেন, স্বল্প আয়ের তিনটি পরিবার একটি আধাপাকা বাড়ির কয়েকটি কক্ষের একটা ‘বাসায়’ থাকেন। পিরোজপুরের হেলালের সঙ্গে তার মা ও এক ছোট বোন থাকত। রুবেলের সঙ্গেও মা ও দুই বোন থাকে। তাদের সঙ্গে এক দম্পতি ওই বাসায় থাকে।

“দুপুরে বাসার মধ্যে রুবেল তার দুই বোনকে মারধর করছিল। এ সময় হেলালের বোন সেখানে থাকায় সেও রুবেলের হাতে মারধরের শিকার হয়। বিষয়টি দেখে হেলাল প্রতিবাদ করে।

“এ সময় দুইজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে রুবেল ছুরি দিয়ে হেলালকে আঘাত করে। বাসার অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।”

খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে রুবেলকে গ্রেপ্তারের পাশাপাশি ছুরিটি উদ্ধার করে বলে জানান ওসি।