চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের ৩ জন নিহত

চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি এবং তার দুই পুত্রবধূ নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 09:54 AM
Updated : 17 Oct 2019, 06:09 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনি এলাকার উত্তরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মফিজ উদ্দিন (৭০), তার পুত্রবধূ জয়নব বেগম (২৫) ও বুলবুলি আক্তার (৩০)।

এ ঘটনায় মফিজের ছেলে শাহাবুদ্দিন ও নিজামুদ্দিন এবং অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন।

নিহত বুলবুলি শাহাবুদ্দিনের স্ত্রী এবং জয়নব তার অপর এক ভাইয়ের স্ত্রী।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশখালীর ছনুয়া এলাকার বাসিন্দা মফিজ মেরুদণ্ডের রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হওয়ায় পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন।

চাতরি চৌমুহনি এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং ঘটনাস্থলেই মফিজ ও তার পুত্রবধূ জয়নব মারা যান।

গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে বুলবুলি আক্তারের মৃত্যু হয়।

আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর জানান। অ্যাম্বুলেন্সের চালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।