ট্রাকের চাপায় বাইক আরোহী শিশুর মৃত্যু

ল্যাপটপ কিনতে গিয়ে পছন্দ না হওয়ায় বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে মোটর সাইকেলে বাসায় ফিরছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র মোহাম্মদ আদিয়াত, কিন্তু পথে ডাম্প ট্রাকের চাপায় জীবন থেকে বিদায় নিতে হল তাকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 05:45 PM
Updated : 16 Oct 2019, 05:45 PM

বুধবার দুপুর সোয়া ১টার দিকে ডবলমুরিং থানার মনসুরাবাদ ডিটি রোডের সিঅ্যান্ডবি গোডাউনের বিপরীতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আদিয়াত (১২) নগরীর পাহাড়তলী বাজার ইব্রাহীম কন্ট্রাক্টর রোডের বাসিন্দা এনামুল হকের ছেলে। তাদের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায়। আদিয়াত পাহাড়তলী একে খান এলাকার ইস্পাহানী স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

ডবলমুরিং থানার এসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদিয়াত ল্যাপটপ কেনার জন্য তারা বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে গিয়েছিল।

“ল্যাপটপ পছন্দ না হওয়ায় ওই ব্যক্তির সাথে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে সিঅ্যান্ডবি গোডাউন এলাকায় কনফিডেন্স সিমেন্টের একটি ডাম্প ট্রাক মোটর সাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয় এবং আদিয়াতকে চাপা দেয়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আদিয়াতকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আলাউদ্দিন বলেন, স্থানীয় জনগণ ডাম্প ট্রাক এবং তার চালক জসিমকে আটক করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।