সিআইইউতে ‘করপোরেট টক’

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘করপোরেট টক’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 03:45 PM
Updated : 16 Oct 2019, 03:45 PM

বুধবার সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মূল বক্তব্য দেন গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সাফল্য পেতে হলে চাই বেশি-বেশি স্বপ্ন দেখা। ভয়কে পেছনে ফেলে বৃত্তের বাইরে গিয়ে বাড়াতে হবে চিন্তা। নিজের ইচ্ছা শক্তিই পারে নিজেকে বদলে দিতে।”

সিআইইউ বিজনেস স্কুল ‘ভয়েস অব অ্যান ইন্সুরার’ শীর্ষক এই অনুষ্ঠানে ফারজানা প্রতিষ্ঠানের সফল হওয়ার গল্প, তরুণ-তরুণীদের উদ্যোক্তা হতে করণীয়, প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহারের নানা কৌশল তুলে  ধরেন।

সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থায় কর্মমুখী শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। পাঠ্যসূচির সঙ্গে বাইরের জগতের পড়ার সমন্বয় হলে ছেলে মেয়েদের দক্ষতা বাড়বে।”

অনুষ্ঠান বক্তব্য রাখেন সিআইইউ’র বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ও কর্পোরেট টক অনুষ্ঠানের আহ্বায়ক ড. সৈয়দ মনজুর কাদের, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ।