বিএসসি লাভ করেছে ৫৫ কোটি টাকা

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) গত অর্থ বছরে ৫৫ কোটি ২৩ লাখ টাকা নিট লাভ করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 03:23 PM
Updated : 15 Oct 2019, 03:23 PM

মঙ্গলবার বিএসসি ভবনে অনুষ্ঠিত ৩০২ তম বোর্ডসভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসসির পরিচালকমণ।ডলীর সভাপতি নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সভায় জানানো হয়, ২০১৮-১৯ অর্থ বছরে নিট লাভ হয়েছে  ৫৫ কোটি ২৩ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থ বছরে লাভ হয়েছিল ১২ কোটি ৫২ লাখ টাকা।

বিএসসির বহরে নতুন ছয়টি জাহাজ যুক্ত হওয়ায় সংস্থাটির নিট আয় বৃদ্ধি পেয়েছে বলে সভায় জানানো হয়।

সংস্থার কর্মকর্তারা জানান, নতুন কেনা জাহাজ ছয়টি ইজারা দেওয়া হয়েছে।

বর্তমানে বিএসসির বহরে মোট জাহাজের সংখ্যা আটটি।

সভায় বিএসসির ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক হিসার অনুমোদন, বহিরাগত যুগ্ম নিরীক্ষক নিয়োগ, পরিচালকমণ্ডলীর দেওয়া প্রতিবেদন অনুমোদন করা হয়।

এছাড়া ২০১৮-১৯ অর্থ বছরের রেকর্ড ডেট ও বার্ষিক সাধারন সভা (এজিএম)’র তারিখ নির্ধারণ, নিরীক্ষিত আরপিও প্রতিবেদন অনুমোদন, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের মুনাফা বোনাস প্রদান প্রভৃতি বিষয়ে সভায় আলোচনা হয়।

আগামী ৬ নভেম্বর রেকর্ড ডেট ও ২৪ নভেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়।

সভায় বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, সদস্য বেগম রাশেদা আক্তার, এ এইচ এম আহসান, কাজী  মো. শফিউল আলম, মোহাম্মদ ইউসুফ, আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন।